পলাশ মণ্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট” এর আওতায় বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিদ্যালয় চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশবান্ধব এ কার্যক্রমে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম ডুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন আকন্দ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাফিউল ইসলাম জিহাদ এবং সারিয়াকান্দি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি অন্তর মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী পাবে।