Satyajit Das (Moulvibazar Correspondent):
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার এবং তার পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
সিলেট-ঢাকা রেলপথের রশীদপুর গ্রামের পাশে ৭ মে সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের ধারে ক্ষতবিক্ষত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় পিবিআই হবিগঞ্জ ইউনিট ইনচার্জ,পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবীকে। তাঁর নির্দেশে পিবিআই’র একটি ক্রাইমসিন টিম: এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন শাহিন, এএসআই (নিঃ) গোলাম মোস্তফা,কনস্টেবল মিলকান ও ড্রাইভার কং আজিম মোল্লার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
দীর্ঘ অনুসন্ধান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
পরিচয় পাওয়া নিহত ব্যক্তির নাম মুকুল চন্দ্র নাথ (৩৮)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রাজাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কালিচরন নাথ এবং মাতার নাম মিনতি রাণী নাথ।
পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়,ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এটি দুর্ঘটনা,আত্মহত্যা না কি অন্য কিছু; তা নিরূপণে সংশ্লিষ্ট সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।