Joypurhat Correspondent :
জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পিয়াল (২৬) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পিয়াল জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং ইসলামনগর এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে।
স্বজনদের অভিযোগ, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার ও রাজ্জাক নামের কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পিয়াল এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। কয়েকবার হামলার শিকার হওয়ার পর অবশেষে বুধবারের হামলায় প্রাণ হারান তিনি।
ঘটনার পর ইসলামনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও সহপাঠীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।