আঃ রাজ্জাক, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে দুর্গাদহ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোমরগ্রামের বাসিন্দা। তিনি আলেক আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য লিটন হোসেন জানান, “আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ দেখি, দুর্গাদহ বাজার থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে একটি স্থির ট্রাকের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলটি ধাক্কা খায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।