Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করার পর সেই খবরে সৈয়দপুরে তাৎক্ষণিকভাবে ছাত্র-জনতা আনন্দ মিছিল করেছে। শনিবার (১০ মে) রাতে পাঁচ মাথা মোড় পুলিশ বক্সের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলকারীরা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগানে শহর মুখরিত করে তোলে।
মিছিলের নেতৃত্ব দেন সৈয়দপুর জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শাকিল চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামী যুব বিভাগের সৈয়দপুর শহর শাখার সাধারণ সম্পাদক আসিফ আহমেদ শুভ এবং ছাত্র-জনতার পক্ষে মো. মাহিন, মো. মেহরাব, মো. নয়ন, মোবারক, ইমান, শাহিদ, সজীব, ও কবি প্রমুখ। কর্মসূচিতে দুই শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।
এদিকে একই খবরে নীলফামারী জেলা সদর ও ডোমার উপজেলাতেও তাৎক্ষণিক বিজয় মিছিল ও আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।