Anisur Rahman, Savar Correspondent:
সাভারের আশুলিয়ায় রোকসানা আক্তার (২৮) নামে এক পোশাক কর্মীকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী মো. সোহাগ।
রোববার সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় ভাড়াবাড়ি থেকে ওই নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
সিহত রোকসানা আক্তার (২৮) আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় কালাম মাতবরের পাঁচতলা বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন রোকসানা আক্তার ও তার স্বামী মো. সোহাগ। রোববার ভোরে ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ পান। তারা নিচে এসে রোকসানাদের কক্ষে গিয়ে আগুন নেভান। পুড়ে যাওয়া বিছানায় কম্বল ও তোশকে মোড়ানে রোকসানার মরদেহ দেখতে পান বাসিন্দারা।
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রোকসানার স্বামী সোহাগ মাদকাসক্ত ছিলেন। এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এই কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।