Pavipravi Representative:
ফেনীর সোনাগাজীতে নিখোঁজ হওয়ার ৫দিনেও মাদ্রাসা শিক্ষার্থী ওসমান গণির সন্ধান পাওয়া যায়নি। গত ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওসমান গণি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি পশ্চিম মির্জাপুর গ্রামের আবুল আনছার এর ছেলে। ওসমান বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল সকাল ১০ টায় অধ্যয়নরত বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসার উদ্দ্যেশ্যে নিজ বাড়ি থেকে বের হন ওসমান।এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।এ অবস্থায় তার পরিবারের দিন কাটছে দুশ্চিন্তা আর আহাজারিতে।

সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর উক্ত ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং-৭৬৪) করেন নিখোঁজ ওসমানের বড় ভাই ইমরান হোসেন।
এদিকে নিখোঁজ ওসমানের সন্ধান চেয়ে ২০ এপ্রিল রবিবার মানববন্ধন করেছে বক্তারমুন্সি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাধারন শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তামুন্সি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থীরা নিখোঁজ ওসমানকে খুঁজে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন। এসময় তারা ওসমানকে খুঁজে না পেলে ছাত্রজনতা কে সাথে নিয়ে জেলা উপজেলা সহ পুরো দেশব্যাপী গণআন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন।
নিখোঁজ ওসমান গনির ভাই ইমরান হোসেন বলেন, আমার ছোট ভাই আজ পাঁচ দিন ধরে নিখোঁজ। কিন্তু প্রশাসন আমাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম সহায়তা করেনি। এদিকে আমার আব্বু আম্মু ওসমানের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি , দ্রুত আমার ভাইকে আমাদের কাছে নিরাপদে পৌঁছে দিন।” এসময় তিনি তার ছোট ভাইকে খুঁজে পেতে সকলের সহযোগীতা চেয়েছেন। দেশের কোথাও ওসমানের সন্ধান পাওয়া গেলে তাদের ঠিকানায় যোগাযোগের (মোবাইলঃ 01858492088)অনুরোধ জানিয়েছেন।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা ছাত্র প্রতিনিধি নুর উদ্দিন রনি বলেন, “২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছি।
কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলায় আমরা এখনো নিরাপদ দেশ পাইনি। আমি প্রশাসনকে হুশিয়ার করে বলতে চাই, দায়িত্বের প্রতি সক্রিয় হোন ,আর ঘুমিয়ে থাকেন না।একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভুমিকা দরকার।” এসময় তিনি ওসমানকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের আহবান জানান।