Sunamganj Correspondent
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আহসানমারা এলাকায় যাত্রীবাহি বাসের
সাথে ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও
সিএনজির চালকসহ মোট ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
নিহতরা হলেন মোঃ আলী নূর(৩৩) । তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর
ফিরোজ আলীর ছেলে ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর
সাহেব বাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার
মোল্লাপাড়া ইউনিয়নের ৫ জন যুবক। সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা
এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক সুনামগঞ্জ থেকে ছেড়ে আসাএকটি যাত্রীবাহি
বাসের (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ২ জন যাত্রী নিহত এবং সিএনজির
চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর
হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষনা করেন। প্রাথমিক
চিকিৎসা শেষে গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ(২২)। এদিকে
দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড়
জমিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে নিহত জমিন হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট
বিশ্বনাথের ইশবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া
বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক
প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের ফাঁসি চাই।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশীদ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Kulendu Shekhar Das
Sunamganj Correspondent
Trending
- ৪৯ বিজিবি’র পৃথক অভিযানে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকার চোরাচালান জব্দ
- জামিন নিতে এসে কারাগারে ক্ষেতলালের দুই আওয়ামীলীগ নেতা
- যশোর কোতয়ালি থানার নতুন ওসির যোগদান
- ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোয়া ও ইফতার মাহফিল
- স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে সারজিসকে জারার খোলা চিঠি
- কাপাসিয়ায় টয়লেটের ময়লা পানি রাস্তায় চরম ভোগান্তিতে এলাকাবাসী
- ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরআনের আইন প্রতিষ্ঠা প্রয়োজন…..ডক্টর এডভোকেট মোবারক হোসাইন
- শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল