মুহম্মদ আবুল বাশারঃ-ময়মনসিংহ জেলা পুলিশের পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ ড্রিল শেড, পুলিশ লাইনস্, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২০-শে মার্চ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান। ইফতারের পূর্বে দেশের সমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এ সময় পুলিশ সুপার, ময়মনসিংহ কাজী আখতার উল আলম আমন্ত্রণে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ; মোঃ জাকির হোসেন, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, ময়মনসিংহ; মোঃ মোখলেছুর রহমান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ; মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ; মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ; কমান্ডার মোঃ মাশরিক-উর-রহিম, ডিজিএফআই, ময়মনসিংহ।
ল্যাফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সানবীর হাসান মজুমদার, সিও (৩৯ বিজিবি) ও ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বিজিবি ময়মনসিংহ; নয়মুল হাসান, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ; মোহাম্মদ জহিরুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার (অপারেশনস্) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); রাশিদা বেগম, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); মোঃ নাইমুল হক, পিপিএম, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়ন।এ ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার (পিবিআই) ময়মনসিংহ ; ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, সিভিল সার্জন, ময়মনসিংহ; মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ময়মনসিংহ; মোঃ খালেকুজ্জামান, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় এনএসআই, ময়মনসিংহ; ড. সুলতানা কানিজ আয়শা, যুগ্ম-পরিচালক, জেলা এনএসআই, ময়মনসিংহ ; সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।