Md. Sayedur Rahman, Staff Reporter
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের লালপুর চরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সহযোগীতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
গত ৭ মার্চ বিকেলে পাশের বাড়ির রান্নঘর থেকে আবুল কালামের বসতঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পরলে ১টি চৌচালা ও ১টি দোচালা ঘর পুরে পুরোপুরি বশিভূত হয়ে নিশ্ব হয়ে যাওয়া পরিবারকে সহযোগিতার হাত বাড়ান জিন্নাহ কবির। অগ্নিকান্ডে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আবুল কালাম বেপারী বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে,। নগদ টাকা জমিজমার দলিল পত্র সব পুড়ে চাই হয়ে গেছে। পরনে কাপড় ছাড়া কিছু নেই। পরিবার নিয়ে অন্যের সাহায্যে বেঁচে আছি।
জিন্নাহ কবির জানান, আমর মানুষের কল্যাণে রাজনীতি করি। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। ক্ষতিগ্রস্থ্য পরিবারটিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা করা হয়।
তবে, এপর্যন্ত উপজেলা প্রশাসনে পক্ষ থেকে কোন সহযোগী করা হয়নি বলে জানান ক্ষতিগ্রস্থ্য পরিবারটি।