শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সরকারি খাল অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাটের অভিযোগ থাকায় বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে প্রশাসনেরব টনক নড়ে। এ বিষয়ে সোচ্চার হয়ে অভিযান চালাশ প্রশাসন এবং অবৈধ ড্রেজার ও সরকারী খালে মাটি ভরাটে নিষেধাজ্ঞা জারি করে।কৃষি জমির মাটি কাটা রোধ এবং ভরাটকৃত খাল পুনরুদ্ধারে মুরাদনগর উপজেলা প্রশাসন বুধবার (১৯ মার্চ) মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। পূর্ব ধইর (পূর্ব) এর চাপৈর খাল ও চাপিতলা ইউনিয়ন এর শ্রীরামপুর বিলে এ দুটি অভিযান চলে।
অভিযানে অবৈধ ভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করায় ০৪টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।

এবং পূর্ব ধইর (পূর্ব) ইউনিয়ন এর চাপৈর সরকারি খালের সীমানা ডিমারকেট করা হয়। এবং খাল ভরাটের ফলশ্রুতিতে পারিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মর্মে স্থানীয় জনগনকে সচেতন করার পাশাপাশি আংশিক ভরাটকৃত খালের মাটি আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।