Md. Hamidur Rahman Limon, Crime Reporter:
ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে মৃত ব্যক্তির নাম আবু সালাম(৩০)পিতার নাম দেলোয়ার হোসেন,বাড়ি লালমনিরহাট সদর।রাতে বাড়ি থেকে লোকজন এসে থানা থেকে লাশ নিয়ে চলে যায়।
প্রাথমিক তথ্য মতে, উনি ময়লার স্তুপের নিচে মুখে কাপড় মুড়িয়ে ঘুমিয়ে ছিল।রাতের কোন এক সময় তার ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় সে মারা যায়।
সকালে সন্দেহ বসতঃ যে ব্যক্তিকে পুলিশ আটক করে ছিল, লাশের পরিচয় সনাক্ত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তার নিকট আত্নীয়-স্বজন জানায়,মৃত ব্যক্তি ১০ বছর থেকে মানসিক ভারসাম্যহীন, ২০-২৫ দিন হলো বাড়ি থেকে চলে এসেছে।