মদন ( নেত্রকোনার ) প্রতিনিধি ঃ
নেত্রকোণার মদনে নিখোঁজ ব্যাক্তির সন্ধান চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার লোকজন। গত ৮ই মার্চ উপজেলার কাইটাই ইউনিয়নে গৌবিন্দপুর গ্রামের অটোরিকশা চালক ইয়াসিন মিয়া (২৮) এলাকার পোলো দিয়ে মাছ শিকারীদের নিয়ে খালিয়াজুরী রসুল পুর ফেরিঘাটে গিয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে মদন থানা জিডি ও করা হয়েছে। এরি মধ্যে ১০ দিন অতিবাহিত হওয়ার পরও তার কোনো সন্ধান মেলেনি।
এরি প্রতিবাদে সোমবার নেত্রকোণা মদন সড়কের বটতলি নামক স্থানে নিখোঁজ ব্যাক্তিকে জীবিত অথবা মৃত সন্ধান বা উদ্ধারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ ইয়াসিন মিয়ার মা সুলতানা আক্তার, বিএনপির নেতা আবুল কালাম আজাদ, গ্রামের আলী উছমান, আলী আকবর মানিক মিয়া, রতন জিহাদি, আব্দুস ছালাম, পুতুল মিয়া প্রমুখ।
ঘটনার বিবরণে জানা যায়, ৮ মার্চ জেলার খালিয়াজুরী উপজেলার রসুলপুর ফেরিঘাটে পোলো দিয়ে মাছ শিকারী ও স্থানীয় রসুলপুর ও জগন্নাতপুর গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। এরং শতাধিক যানবাহন ভাংচুর সহ অগ্নিসংযোগ করে স্থানীয় এলাকা বাসী। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এই সংঘর্ষের ঘটনার দিন থেকে বিভিন্ন এলাকার ৪ জন ব্যাক্তি নিখোঁজ হয়। ঘটনার ৩ দিন পর ধনু নদী থেকে ফায়ার সার্ভিসে ডুবুরি দল ৩ জনের মরদেহ উদ্ধার করে। খালিয়াজুরীর লিপ্সা নৌ পুলিশ মরদেহ গুলি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু ঘটনার ১০ দিন অতিবাহিত হলে আজ পযর্ন্ত ইয়াসিনের খোঁজ পাওয়া যায়নি।
এব্যাপারে মদন থানার এস, আই ফয়সাল জানান, নিখোঁজ ইয়াছিন মিয়ার পরিবার সাধারণ ডায়েরি করেছে।পুলিশের পক্ষে থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
Nurul Haque Runu