অদ্য ১৬ মার্চ ২০২৫, রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ২৫ শে রমজানের মধ্যে সকল পোশাসক শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসহ সকল বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি গাজী মোঃ নূরে আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জামাল সিকদার, কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ, শেফালী আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান মোঃ আবু আহাদ আল মামুন (দীপু মীর)।
নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ উৎসব আসলেই পোষাক কারখানার মালিকগণ বিভিন্নভাবে তালবাহানা করে শ্রমিকদেরকে ঠকানোর চেষ্টা করে। শ্রমিকদের উপর ছাটাইসহ নির্যাতন করে থাকেন। তাই আমরা দাবি করছি ঈদকে সামনে রেখে কোন প্রকার ছাটাই-নির্যাতন করা যাবে না। পবিত্র ঈদ-উল ফিতর যেহেতু এপ্রিল মাসের ১ তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা তাই মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া পাওনাদী ২৫ শে রমজানের মধ্যে পরিশোধের দাবি জানাই, যাতে করে শ্রমিকরা যথা সময়ে ঈদের কেনা কাটা করতে পার এবং ২৭ শে রমজানের মধ্যে সকল কারখানায় ঈদের ছুটি ঘোষণা করতে হবে, যেন শ্রমিকরা ঠিকভাবে বাড়ীতে গিয়ে ঈদ উৎসব করে আবার সময় মতো এসে কাজে যোগদান করতে পারে।