কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের একতারপুর এলাকার ঋষি পাড়ার বাসিন্দা ঝন্টু দাসের স্ত্রী। তিনি শুক্রবার বিকেলে পাতা কুড়াতে বেরিয়ে নিখোঁজ হন।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান জানান, নিহত নারী শুক্রবার বিকেলে পাতা কুড়াতে পার্শ্ববর্তী মাঠে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পায় না। আজ সকালে স্থানীয় কৃষকরা তামাকক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর কানে স্বর্ণের দুল ছিল, যা এখনো পাওয়া যায়নি, এলাকাবাসীর ধারণা মাদকসেবীদের আড্ডার জায়গা। হয়তোবা তার দুল ছিনিয়ে নেবার সময় তাদের চিনে ফেলায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।
Al-Amin Khan Rabbi
Kushtia