মোঃ হারুন উর রশিদ, নীলফামারী,
আগামী ১৫ মার্চ নীলফামারীতে ছয় থেকে এগারো মাস বয়সী ৩১হাজার ৪শত ৯ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ বয়সী ২লক্ষ ৭৫হাজার ৮শত ৫৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রাজ্জাক ।
বৃহস্পতিবার (১৩ মার্চ/২৫) দুপুরে নীলফামারী সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান তিনি।
সিভিল সার্জন বলেন, ওইদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলার ৬১ ইউনিয়নের ১হাজার ৫শত ৯০ টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।
তিনি আরও বলেন, এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ছয় থেকে ঊনষাট বয়সী শিশুদের মধ্যে ভিটামিন-এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা।
এসময় সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ মোঃ আতিউর রহমান শেখ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদেরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।