জেলা প্রতিনিধি নওগাঁঃ-
নওগাঁর রাণীনগরে এক কৃষকের খড়ের পালা ও গোয়াল ঘরে আগুন ধরে দেয়ার অভিযোগ ওঠেছে। এতে আগুনে চার গরু দগ্ধ হয়েছে। আগুনে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গত ২০দিন আগেও প্রায় ২০ বিঘা জমির তিনটি খরের পালায় আগুন দিয়ে ভস্মিভূত করে দেয়া হয় ।
এছাড়া ২০০৯ সালে ডাকাতির ঘটনাও ঘটে ওই বাড়ীতে । ঘটনাটি ঘটেছে রোববার দিনগত গভীর রাতে উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামে। এঘটনায় ওই পরিবার আতংকিত হয়ে পরেছে। ওই গ্রামের ফরেজ আলীর ছেলে এছাহক আলী রোববার রাতে আবাদপুকুর-পতিসর রাস্তার পার্শ্বে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে চারটি গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাত অনুমান দেড়টা নাগাদ বাড়ীর পশ্চিমে খরের পালায় আগুন দেখতে পান। এর পর বাহিরে বের হয়ে দেখেন বাড়ীর উত্তর পাশে গোয়াল ঘরে আগুন জ্বলছে।স্থানীয় লোকজনের সহায়তায় কোন রকমে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে প্রায় সাড়ে ৫বিঘা জমির খরের পালা,গোয়াল ঘর পুরে ভস্মিভূত হয়ে যায়। এছাড়া গোয়াল ঘরে থাকা প্রায় চার লক্ষ টাকা দামের চারটি গরু দগ্ধ হয়ে ঝলসে যায়। কৃষক এছাহক আলীর ছেলে আরিফুল ইসলাম ফারুক জানান,পূর্ব শত্রুতার জ্বেরে কে বা কাহারা গত ২০দিন আগে প্রায় ২০বিঘা জমির তিনটি খরের পালায় রাতে আগুন দিয়ে ভস্মিভূত করেছে।
এরপর আবারও খরের পালা এবং গোয়াল ঘরে আগুন দিয়ে ভস্মিভূত করলো। এতে চারটি গরু দগ্ধ হয়ে গেছে। তিনি বলেন,কারো সাথে আমাদের কোন ঝামেলা নেই। কিন্তু কারা বার বার এটা করছে এখনো কোন সন্ধান করতে পারিনি। তিনি আরো বলেন, গত ২০০৯সালেও আমাদের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছিল। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Naogaon Correspondent:-
Md. Habibur Rahman