Lalmohammad Kibria:
শেরপুরের শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছে। ৮ মার্চ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ৪টি গ্রামে একই সাথে কুকুরের আক্রমনের ঘটনা ঘটে।

পরে আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।কুরের কামড়ে আহত ব্যাক্তিরা হলেন, হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩), ফরিদা বেগম (৪৫)সহ অন্তত ১৫জন ।
কুকুরটি একইসাথে ৪টি মহিষকে কামড়িয়ে আহত করে।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। ওইসময় কুকুরটি যাদেরকে সামনে পায় তাদেরকে কামড় দেয়। এতে ৪টি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।
এদিকে, ঘটনার পর রাতেই পাগল কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।ফর্সা মিয়া বলেন, ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের ৩ জন মানুষকে কামড়িয়েছে। আবার ৪টি মহিষকেও কামড়িয়েছে।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুকুরের কামড়ে একদিনে এতো রোগী হাসপাতালে আসেনি। আর হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।