Gaibandha Correspondent
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নের কিশামত কেওয়াবাড়ী গ্রামের চা দোকানির স্ত্রী গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগে পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলমান রেখেছে পুলিশ।
এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর,স্বামী একজন চা বিক্রেতা পলাশবাড়ী থানাধীন ১নং-হরিনাথপুর ইউনিয়নের অন্তর্গত আকবর মোড় নামকস্থানে গৃহবধুর স্বামী প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকানে অবস্থান করছিল। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ৬৫ বছর বয়সি সম্পর্কে নানা শশুর আব্দুল হান্নান মন্ডল গত ৭ মার্চ শুক্রবার সন্ধ্যার সময় ইফতারের পর গৃহবধুর বসত বাড়ির ভিতরে আঙ্গিনায় একা বসিয়া থাকার সময় বসত বাড়িতে আসিয়া অর্তকিত ভাবে জাপটিয়া ধরিয়া শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করিতে থাকে, এরুপ কাজে বাধা প্রদান করিলে আসামী তার হাত দিয়ে গৃহবধুর মুখ চাপিয়া ধরিয়া বসত বাড়ির দক্ষিণ পার্শ্বের টিনের বেড়ার পার্শ্বে নিয়ে গিয়ে মাটির উপরে শোয়াইয়া ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষন শেষে গৃহবধুর মুখ ছাড়িয়া দিলে তার ডাক চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক আব্দুল হান্নান মন্ডল। পরে এ ঘটনায় পলাশবাড়ী থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী এ গৃহবধু।
ধর্ষক আব্দুল হান্নান মন্ডল (৬৫) পলাশবাড়ী উপজেলার খামার বালুয়া গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে।
এ ঘটনায় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, অভিযুক্ত আসামীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি, তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।