Md. Sayedur Rahman, Staff Reporter
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ভাঙাবাড়ী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
গতকাল বুধবার দুপুরে নটসার্কিট থেকে রমজানের বসতঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে, পরে সামেজ, শহীদুল, শামীমের ঘরে ছড়িয়ে পরলে ২টি চৌচালা ও ২দোচালা ঘর পুরে পুরোপুরি বশিভূত হয়। অগ্নিকান্ডে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
ক্ষতিগ্রস্থ্য চারটি পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দল সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, উপজলা যুবদল আহবায়ক হোসেন আলী, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, যুব নেতা মতিন মিয়া, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, রাকিব, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান, আজিজুল হাকি, জুয়েলসহ প্রমূখ।