Kapasia (Gazipur) Correspondent: SM Masud
গাজীপুরের কাপাসিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি’, কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে মালিক-কর্মচারীগণ তাদের ভাটা সমূহে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। দেশব্যাপী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ মার্চ মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিল করে। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ইটভাটা মালিকগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, বর্তমানে কাপাসিয়ায় ২৯টি ইটভাটা মালিক গত ৩০—৪০ বৎসর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইট তৈরির ব্যবসা করে আসছেন। তারা স্থানীয় রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল উন্নয়ন ও অবকাঠামো নির্মানে ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে তারা ইটভাটা দ্বারা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করেছেন, যা জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। বিদ্যমান জিগজাগ ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ আরো কমিয়ে আনা সম্ভব হবে বলেও দাবি করেন তারা। ইটভাটা মালিকদের ব্যাংক ঋণের মাধ্যমে বিশাল বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও ভাংচুর না করার দাবি জানান তারা। এ সময় ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকির ইস্কান্দার আলম জানু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, উপদেষ্টা সাখাওয়াত হোসেন মানসুর ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, সদস্য আবুল বাশার বাদশা, সেলিম হোসেন বকুল, আব্দুর রশিদ বেপারী, আল আমীন, সাইফুল ইসলাম, হযরত আলী প্রমুখ।