আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে এক বৃদ্ধকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ মে) দুপুরে আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন শতাধিক স্থানীয় বাসিন্দা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মৃত ছামির উদ্দিনের ছেলে আলম (৫০)–কে একটি সাজানো ঘটনায় ফাঁসিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা দাবি করেন, স্থানীয় ইউপি সদস্য রেজোয়ান চৌধুরীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে টাকার বিনিময়ে আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে অপদস্থ করা হয়েছে।
“আমি কিছুই জানি না, তবুও আমাকে সাক্ষী বানানো হয়েছে”
ঘটনার মামলার সাক্ষী হিসেবে উল্লেখ থাকা রেহেনা পারভিন (৪৫) মানববন্ধনে অংশ নিয়ে বলেন,
“আমি এই ঘটনার কিছুই দেখিনি, কিছুই জানি না। অথচ আমার নাম মামলার সাক্ষী হিসেবে যুক্ত করা হয়েছে। বিষয়টি জানার পর আমি আদালতে গিয়ে এফিডেভিট দাখিল করেছি। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা আইয়ুব খান, ইয়াকুব আলী, জহুরা বেগমসহ আরও অনেকে দাবি করেন,
“আমরা প্রত্যক্ষদর্শী, এমন কোনো ঘটনাই ঘটেনি। একজন নিরীহ মানুষকে পূর্ব শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে।”
ইউপি সদস্যের বক্তব্য
অভিযুক্ত ইউপি সদস্য রেজোয়ান চৌধুরী বলেন,
“আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে আলমকে মারধর করে পুলিশে দেয়।”
ঘটনার পটভূমি
গত ১২ এপ্রিল আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠে। পরদিন অভিযুক্ত আলমকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
স্থানীয়দের দাবি
মানববন্ধনে অংশ নেওয়া শতাধিক এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রেরক:
আল মামুন