সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ধাপে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)। সভায় জেলার প্রতিটি থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা, কল্যাণ কার্যক্রম এবং চলমান কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবা দেওয়া আমাদের অগ্রাধিকার। জনগণের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি সদস্যদের মনোবল বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা, যার সঞ্চালনা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি ও স্পর্শকাতর মামলার অগ্রগতি, এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ইউনিট প্রধানরা।
পুলিশ প্রশাসন আশা প্রকাশ করে, এসব সভার মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।