রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা মরহুম জসিম উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা শাহারিয়া আলম সাম্য’র মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকার একটি কক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শাহারিয়া আলম সাম্য’র হত্যার সুষ্ঠু বিচার দাবিতে জোর দাবি জানান নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন, শ্রমিকদল নেতা আলাউদ্দিনসহ ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিচার দাবি ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি
বক্তারা বলেন, “শাহারিয়া আলম সাম্য’র হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই। এমন মেধাবী ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।”