হজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি এবং সাভারের মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট থেকে শহরের প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পীরজাদা মঈনুল ইসলাম কাদেরী এবং সঞ্চালনা করেন মাওলানা শাহজাদা আশরাফী। বক্তব্য রাখেন সৈয়দ রাহাতুল আশেকিন, মাওলানা মোরশেদুল ইসলাম নূরী রেজভী, মাওলানা মমিনুল ইসলাম রেজভী, মুফতি হামিদ জামাল আশরাফী, সৈয়দ মমতাজ রাসুল কাদেরী এবং হাফেজ আব্দুল ওয়াহিদ আশরাফী।
বক্তারা বলেন, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ছাত্র হত্যার বিচার এখনো হয়নি। সম্প্রতি গাজীপুরে জনতার মব তৈরি করে একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন। এ কারণে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
তারা বলেন, পুলিশ নয়, বিচার করবে আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার শুরু না হলে সুন্নি সমাজ আবারও ৫ আগস্টের মতো রাজপথে নামবে। এসময় আগামী শুক্রবার বাদ জুমআ বৃহত্তর আকারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।