উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কের বেহাল দশায় ভোগান্তির শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। প্রায় ৩৫০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই সড়কজুড়ে রয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। সড়কের ইট সরে গিয়ে বড় বড় গর্তে পরিণত হওয়ায় এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইচলাদী, মাদার্সি হয়ে সোনার বাংলা বাজার ও স্কুল সড়কের মধ্য দিয়ে যাতায়াতের একমাত্র সড়ক এটি। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের মধ্যে মাত্র ৩৫০ মিটার অংশ পড়েছে উজিরপুর পৌরসভার অধীনে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তাগুলোর একটি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কলেজ শিক্ষক প্রভাষক বিপ্লব হাজারী জানান, “রাস্তাটি পাকা করার জন্য আমরা একাধিকবার আবেদন করেছি, কিন্তু কোনো ফল হয়নি।” তিনি আরও বলেন, “রাস্তাটি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কোনো উদ্যোগ দেখা যায়নি পৌরসভার পক্ষ থেকে।”
এই বিষয়ে এলাকার আরেক বাসিন্দা, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ রানা সিপাই বলেন, “উজিরপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে বসবাস করলেও কোনো পৌর সুবিধা পাচ্ছি না আমরা। আমরা পৌরকর দিচ্ছি, অথচ রাস্তা, ড্রেন, আলো— কিছুই নেই। বরং ইউনিয়ন পরিষদের অধীনে থাকা মানুষ বেশি সুবিধা পাচ্ছে।”
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এ বিষয়ে জানান, “আমি রাস্তাটির সংস্কারের একটি আবেদন পেয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা করুণ হলেও কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিচ্ছেন না। ফলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।