Utfal Barua
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া। শিক্ষামন্ত্রণালয়ের বিধি মোতাবেক গভর্নিং বডির ১৮ তম সভার ২ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি । গত ২৮ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্ণিং বডির সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম তাঁর হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পত্র তুলে দেন। গতকাল ৩০ তারিখ কলেজ ও স্কুল শাকার শিক্ষকমন্ডলীদের সাথে মিটিং করে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ আমির হোসেন,কলেজ কো-অর্ডিনেটর মিজানুর রহমান,সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম হাজারী, অর্থনীতি বিষয়ের প্রভাষক আরিফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সাবিকুন্নাহার সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজের প্রয়োজনীয় ডকুমেন্টস ও চাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষে অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়ার নিকট হস্থান্তর করেন।
জনাব হেলেন কান্তি বড়ুয়া ১৯৯৮ ইংরেজি সনে সরকারের বিধিবিধানের আলোকে অত্র কলেজে প্রভাষক পদে যোগদান করেন। এমপিও ভুক্তির(সরকারি বেতন ভাতা) পর থেকে চাকরির আট বছর পূর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করে সরকারিভাবে বেতন স্কেল ষষ্ঠ গ্রেড এ উন্নীত হন। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে উপাধ্যক্ষ পদমর্যদা সমমানে প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নতুন দায়িত্বভার গ্রহণ করে মি.বড়ুয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হুমায়ুন কবির মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পুলিন বিহারী বড়ুয়ার আত্মার সদগতি কামনা করে নির্বাণ সুখ প্রার্থনা করেন। তিনি স্মরণ করেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রয়াত সালাউদ্দিন সাহেব, প্রয়াত পনির সাহেব সহ প্রতিষ্ঠাতা পরিবারের সকল সম্মানিত সদস্যের
যাঁরা এই প্রতিষ্ঠানের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তিনি তাঁদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁর ছাব্বিশ বছরের অধ্যাপনা জীবনে কলেজের সার্বিক উন্নয়নে তিনি সব সময় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের সহযোগিতা পেয়েছেন। প্রাক্তন এনবিআর চেয়ারম্যান ও জার্মানির রাষ্ট্রদুত মোশারফ হোসেন ভূঁইয়া- সিনিয়র সচিব,আহমেদ জাকের এন্ড কোং এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকের আহমেদ, এফসিএ,ডাক্তার খালেদা, প্রাক্তন সভাপতি, মিনারা বেগম ঝুনু (তিতাসের ফাইনান্স ডিরেক্টর) প্রাক্তন সভাপতি, আলহাজ্ব জাকিউল কবির,প্রাক্তন সভাপতি, মিসেস জোবাইদা আহমেদ (চাচী আম্মা), প্রাক্তন সভাপতি প্রফেসর ডক্টর ইকবাল কবির,পরিচালক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও৷ প্রাক্তন সভাপতি বিশিষ্ট প্রযুক্তিবিদ তানভীর মোসাদ্দেক হোসেন, সম্মানিত দাতা সদস্য , শরীফ আহমেদ টুটুল (প্রাক্তন গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন সফল চেয়ারম্যান), শফিকুল ইসলাম খান, সম্মানিত প্রাক্তন সদস্য, আলমগীর হোসেন,সদস্য, আক্তার হোসেন,সদস্য ও কলেজের শুভাকাঙ্ক্ষী আলম ভাই সহ কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কারণ তাঁর অধ্যাপনা জীবনে তাঁদের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছেন এবং সকলের সহযোগিতা পেয়েছেন। অত্র প্রতিষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য আবারো তিনি সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন।এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতা করে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।