দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বগা সেতু বাস্তবায়নের দাবীতে ১০ মে, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে একটি মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বগা সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। মানবন্ধনে সঞ্চালনা করেন মু. মারুফ আল মুজাহিদ।
বক্তৃতায় অংশগ্রহণ করেন বাউফল ফাউন্ডেশন ও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, বগা সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুমান, দশমিনা উপজেলার এড. মুনিরুজ্জামান, গলাচিপা উপজেলার মুফতি মো. সাইফুর রহমান সাইদি সহ আরও অনেকে।
বক্তারা দাবি করেন, দুমকি, বাউফল, দশমিনা এবং গলাচিপা চারটি উপজেলার সংযোগস্থল “বগা” এলাকায় লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। তারা অবিলম্বে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
Message sender:
মো. সুমন মৃধা