মো. নুর আলম গোপালপুর (টাংগাইল)প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় টাংগাইলের গোপালপুর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে গোপালপুর আলিয়া মাদরাসা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ওবাইদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি উসমান গনির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা সেক্রেটারি (গোপালপুর-ভূঞাপুর) এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ড. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস হোসেন, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মান্নান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হয়। এছারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ এই র্যালিতে অংশ নেয়।