আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার গুরুত্বপূর্ণ বুরুঙ্গা বাজারগামী সড়কটি বর্তমানে গর্তে ভরা। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিলেট-ঢাকা মহাসড়ক থেকে বুরুঙ্গা বাজার পর্যন্ত এই পথ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। সড়কটি বুরুঙ্গার পাশাপাশি বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বাসিন্দা এবং সিলেট জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে রাস্তার অধিকাংশ অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে করে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন প্রতিনিয়ত বিকল হয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে জট ও দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় বাসিন্দা জয়নুল ইসলাম Said, “রুগী বা জরুরি প্রয়োজনে এই রাস্তায় চলাচল মানে মৃত্যুঝুঁকি নিয়ে গাড়িতে ওঠা। অনেক সময় রাস্তার অবস্থার কারণে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না।”
এক শিক্ষার্থী জানায়, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। গর্তে গাড়ি পড়লে ধাক্কা খাই, কখনো রডে মাথায়ও আঘাত লাগে।”
বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়। গর্তে পানি জমে থাকায় কাদা-পানি ছিটকে গায়ে পড়ে, জামাকাপড় নষ্ট হয়ে যায়।
বুরুঙ্গা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাতির উল্লা Said, “সড়কের অবস্থা এতটাই খারাপ যে অনেক জায়গায় অটোচালকদের গাড়ি চালানোই সম্ভব হয় না। প্রতিদিনই কোনো না কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকে।”
স্থানীয় পাথর ও নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ইউসুফ আলী Said, “বিক্রির পণ্য আনার জন্য চালকদের অতিরিক্ত ভাড়া দিতে হয়। তবু কেউ যেতে চায় না। এতে আমাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন Said, “সড়কটি সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ শুরু করা হবে।”
স্থানীয় জনগণ, ব্যবসায়ী এবং শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত এই সড়ক সংস্কারের জোর দাবি জানানো হয়েছে। তারা বলেন, “আর দেরি হলে বড় ধরনের দুর্ঘটনা অনিবার্য হয়ে উঠবে।”