Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ এবং জলঢাকা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ‘জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতা’ এবং এনপিপি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সৈয়দপুর:
সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার চেয়েও ভয়াবহ। স্বাধীন দেশের সরকারই নিজ দেশের নাগরিকদের ওপর অস্ত্র চালিয়ে ভয়াবহ নিপীড়নের ইতিহাস তৈরি করেছে।”
বক্তারা আরও বলেন, “আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো নৈতিক অধিকার নেই। এই দলকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।” বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামানো হয়েছে, প্রয়োজনে অন্যদেরও একই পরিণতি ভোগ করতে হবে।”
সমাবেশে আরও বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যেমন:
‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’,
‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’,
‘গোলামী না আজাদী? আজাদী আজাদী’,
‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি।
সমাবেশটি পরিচালনা করেন সৈয়দপুর জুলাই আন্দোলনের অন্যতম নেতা শাকিল চৌধুরী। বক্তব্য রাখেন মো. মাহিন, মেহরাব, নয়ন, মোবারক, আসিফ, ইমান, শাহিদ, সজীব, কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ:
একই দিন সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়াম এলাকা থেকে ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দ্য রেড জুলাই কিশোরগঞ্জ শাখার আহ্বায়ক মোতালেব হোসেন। বক্তব্য দেন উপজেলা জামায়াতের টিম লিডার আব্দুল ওয়ারেছ, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, ছাত্রশিবির সভাপতি মোজাহিদ, এনসিপির কাইয়ুম, ইসলামী আন্দোলনের একলাছুর রহমান, ছাত্র নেতা শাহজাহান শামিম ও সফিয়ার রহমান লাদেন প্রমুখ।
তারা বলেন, “এক দফা এক দাবি—আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার করতে হবে।” অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
জলঢাকা:
জলঢাকায় এনসিপির উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রিয়াজুল ইসলাম রাজু। বক্তব্য দেন উত্তরাঞ্চল সমন্বয়ক আবু সাঈদ লিওন, তিনি বলেন, “শান্ত জলঢাকা আর অশান্ত হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেশকে মুক্ত করতে হবে।”
মোহাইমিনুর রহমান (সানা) বলেন, “আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, আমরা রাজপথেই থাকব ইনশাআল্লাহ।”