গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
গৌরনদীতে যৌন হয়রানি প্রতিরোধ, শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্প।
কর্মশালায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
কর্মশালায় বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন কুমার বল, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্র্যাক কর্মকর্তারা।
প্রকল্পের জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার জানান, শিখা প্রকল্পটি স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে মাধ্যমিক স্কুল, গণপরিবহন, গার্মেন্টস, মাদ্রাসা ও ডিজিটাল প্ল্যাটফর্মে যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।