কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে বন্দোবস্তকৃত ভূমিতে বসবাসকারী মানিক মিয়ার চলাচলের রাস্তা জোরপূর্বক দখল এবং তার স্ত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুবাজপুর গ্রামের রাস্তার পাশে স্থানীয়দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মানিক মিয়া, তার স্ত্রী জামিলা খাতুন, কন্যা ওয়াহিদা বেগম, গ্রামবাসী সুনু মিয়া, মো. রাব্বানী, মো. তামিম মিয়া, তাজুল ইসলাম, নাজমুল ইসলাম ও জুনেদ মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, ২০১৭ সালে সরকারের পক্ষ থেকে ৯৯ বছরের জন্য কুবাজপুর গ্রামের মুজাহিদপুর মৌজার ১নং খতিয়ানের ১৬৮ নং দাগে ২০ শতক ভূমি বন্দোবস্ত দেওয়া হয় দিনমজুর মানিক মিয়াকে। সরকারি ঘর নির্মাণ করে তিনি পরিবারসহ সেখানে বসবাস করে আসছেন।
তবে গত ৫ মে একই গ্রামের আওয়ামী লীগ নামধারী আতাউর রহমান, হাবিব মিয়া, সাজন মিয়া ও মাহমুদুল হাসান সুহেল গংরা মানিক মিয়ার চলাচলের রাস্তা দখল করে মাটি ভরাট করতে থাকেন। বাধা দিতে গেলে মানিক মিয়ার স্ত্রী জামিলা খাতুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দখল হওয়া রাস্তাটি দ্রুত উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।