Sylhet Correspondent
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামে মনির আলী ও মো. আব্দুর রব নামক দুই ভাইয়ের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে।
অভিযোগকারীরা জানান, মৃত তৈয়বুর রহমান খাঁনের স্ত্রী ও সন্তানরা — সাবেক ইউনিয়ন মহিলা লীগ নেত্রী আলেয়া বেগম এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ সাবেক নেতাকর্মী — বর্তমানে তাদের জমি ও ঘরবাড়ি জবরদখলের চেষ্টা করছেন।
বিগত শতকের ষাটের দশকে ভারত থেকে বিনিময় সূত্রে আনা ১২.৫৩ একর জমির মালিকানা মনির আলী ও আব্দুর রবদের পরিবার অর্জন করে। এই জমির অংশবিশেষ পারিবারিক দান, বিক্রি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তান্তরের ইতিহাস রয়েছে।
২০০৯ সালে তৈয়বুর রহমান খাঁন তার পরিবারসহ মনির আলীর বসতবাড়ির অংশে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেন। পরবর্তীতে চুক্তি শেষ হলেও তিনি বসতবাড়ি ছাড়েননি বরং রাজনৈতিক দাপটে তা জবরদখলের চেষ্টা চালান বলে অভিযোগ। তখনকার একটি ঘটনায় মনির আলী ও তার স্ত্রীকে মারধরও করা হয় এবং বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছে, যদিও অভিযুক্তরা পরবর্তীতে মামলায় অব্যাহতি পেয়ে যান।
মনির আলী ও মো. আব্দুর রব বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন এবং পুনরায় ঘরবাড়ি দখল ও আগুন দিয়ে ধ্বংস করার হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, অভিযুক্তরা এলাকার আইন-শৃঙ্খলা মানেন না এবং অতীতেও সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযোগের বিষয়ে আলেয়া বেগম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করছেন।