Shahadat Babu, Noakhali correspondent:
একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে “আমার দেশ” পাঠকমেলা, নোয়াখালী প্রেসক্লাব ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়েছেন নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আমার দেশ-এর নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, দৈনিক সংগ্রামের নোয়াখালী প্রতিনিধি ডাক্তার বোরহান উদ্দিন, বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান, অ্যাডভোকেট জাফর উল্লাহ, সময় টিভির নোয়াখালীর স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, সাপ্তাহিক চলতিধারা’র সম্পাদক এমবি আলম, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক, নিউজ-24-এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ, দৈনিক কালবেলার নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন, জনকণ্ঠের মাল্টিমিডিয়া নোয়াখালী প্রতিনিধি শাহাদাৎ বাবু, আলোকিত প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি একেএম ফারুক হোসেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, আজকাল পত্রের সম্পাদক সাজ্জাদ হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি একেএম আনোয়ার তোহা, সাংবাদিক নুর রহমান, আমার দেশ-এর চাটখিল প্রতিনিধি কামরুল কানন, সাংবাদিক এসএম রিজোয়ান, জুয়েল রানা লিটন, এম এস জামাল, নাসিম শুভ, গোলাম কিবরিয়া রাহাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ড. মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক মজলুম সম্পাদক। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধের অগ্রসৈনিক। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দৃষ্টতা নিন্দনীয়। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।