রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে রামরাই দিঘি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন। সভায় বক্তব্য রাখেন মাহামুদুন নবী পান্না বিশ্বাস, সাবেক সহ-সভাপতি প্রভাষক কবির হোসেন এবং প্রভাষক মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাস্টার, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক মাস্টারসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
সভায় ফেরদৌস আলম মানিক কৃষকদলের ৭১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন নেতৃত্বকে ঘিরে কৃষকদলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উক্ত সভায় উপজেলা বিএনপি, কৃষকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।