Naogaon Correspondent:
আবৃত্তি, সংগীত, নৃত্য ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসবের সমাপ্তি ঘটেছে।
২৫ বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (১০ মে) সন্ধ্যায় কবিগুরুর কাচারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে।
সমাপনী আয়োজনে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই ও রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
জেলা প্রশাসক বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে আত্মশুদ্ধি ও দায়িত্ববোধের বোধ জাগিয়ে তুলবে—এই প্রত্যাশা করি। উৎসবের সঙ্গে যুক্ত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, আত্রাই উপজেলার নাগর নদীর তীরবর্তী নিভৃত পল্লী পতিসরে ১৮৯১ সালের ১৫ জানুয়ারি প্রথম আসেন কবিগুরু। এরপর বহুবার আসেন এই কাছারিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেন ‘আমাদের ছোট নদী’, ‘তালগাছ’, ‘দুই বিঘা জমি’, ‘গোরা’সহ অসংখ্য সাহিত্যকর্ম। ১৯৩৭ সালের ২৭ জুলাই ছিল কবির শেষ আগমন পতিসরে।
এই অনুষ্ঠান ছিল সেই ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ ও উদযাপনের অনন্য প্রয়াস।