মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের রামবাড়ীতে নির্মমভাবে খুন হওয়া বিএনপি নেতা ও ব্যবসায়ী আজমীর হোসেন বিপুলের হত্যাকারীদের এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তার স্ত্রী আমেনা খাতুন ও পরিবারের সদস্যরা।
হত্যার এক মাস পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার না হওয়ায় বুধবার (২১ মে) বিকেল ৫টায় রামবাড়ীতে এক সংবাদ সম্মেলন করেন নিহতের স্ত্রী আমেনা খাতুন ও বড়ভাই নুরুজ্জামান।
সংবাদ সম্মেলনে আমেনা খাতুন অভিযোগ করেন, তার স্বামী আজমীর হোসেন বিপুল ১৮ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়ির সামনে ইয়াবা ব্যবসায়ী শহিদুল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় নির্মমভাবে খুন হন। বিপুল মাদকবিরোধী অবস্থান নেওয়ায় প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে বগুড়া নেয়ার পথে তার মৃত্যু হয়।
আমেনা খাতুন জানান, হত্যার ঘটনায় তিনি শহিদুলসহ ২৬ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার পর থেকেই শহিদুল ও তার সহযোগীরা তাদের পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, নিহত বিপুল এলাকার একজন পরিচ্ছন্ন রাজনীতিক ও সমাজসেবক ছিলেন। মাদকবিরোধী ভূমিকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। দ্রুত বিচার ও পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।