লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে টিএমএসএস-এর সমৃদ্ধ কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উন্নয়ন মেলা-২০২৫।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিনব্যাপী পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
টিএমএসএস-এর উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান এবং উপপরিচালক মাহবুবুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাল মিয়া, বগারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন এবং বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস সমৃদ্ধ কর্মসূচির যুগ্ম পরিচালক কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন জামালপুর জোনের জোনাল ম্যানেজার সাজ্জাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী ফাহিমা বেগম, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী ইকবাল হোসেন তরফদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমান বাচ্চু, বঙ্গবন্ধু কলেজের সিনিয়র প্রভাষক তারিকুল হাসান, আমিনুল মোর্শেদ তরফদার, জেএইচ মানিক, কামরুজ্জামান লিটন, আব্দুল হালিম, ইমরুল হাসান পলাশ, শরিফুজ্জামান সুইট এবং আরজু মিয়া প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে ছিল দৌড় প্রতিযোগিতা, পিচ্ছিল কলা গাছে ওঠা, বুদ্ধিমত্তা খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ খেলা, বস্তা দৌড়, চেয়ার খেলা ও ম্যারাথন দৌড়সহ নানা আকর্ষণীয় খেলাধুলা। এছাড়া ছিল কবিতা আবৃত্তি, সংগীত, নাটিকা, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা।
দিন শেষে অতিথিদের বক্তব্যের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে অবসরপ্রাপ্ত নৌ-কর্মকর্তা মোকাদ্দেস আলী এবং শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে খলিলুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
“মানবকেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন, মানব সক্ষমতা বৃদ্ধি এবং মানব মর্যাদা প্রতিষ্ঠা” এই মূল লক্ষ্যকে সামনে রেখেই টিএমএসএস-এর সমৃদ্ধ কর্মসূচির এ বার্ষিক আয়োজনটি সম্পন্ন হয়।
এতে স্থানীয় জনসাধারণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এ আয়োজন সরিষাবাড়ীতে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।