মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীকে যানজট মুক্ত করতে ৩০ অ্যাম্পিয়ার মোটরচালিত রিকশা নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও মসিকের প্রশাসক মোঃ মোখতার আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মুফদুল আলম, রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এনামুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।
সভায় মোটরচালিত রিকশার মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নগরীর যানজট সমস্যা, রিকশার লাইসেন্স ও গতি নিয়ন্ত্রণ, চলাচলের রুট নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় বক্তারা বলেন,
“যানজট শহরবাসীর দৈনন্দিন জীবনে দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সমাধানে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়ম না মানা মোটর রিকশাগুলোর বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মসিক প্রশাসক মোখতার আহমেদ বলেন,
“শুধু আইন প্রয়োগ নয়, নগরবাসীর সচেতনতাও অত্যন্ত জরুরি। যারা নিয়ম মেনে রিকশা চালান, তাদের সহযোগিতা করা হবে। তবে যারা অবৈধভাবে চলাচল করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় অংশগ্রহণকারীরা শহরের টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সময়োপযোগী পরিকল্পনা ও কঠোর বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।