জয়পুরহাট প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার পর অবশেষে নিজস্ব ভবনের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা। বুধবার (২১ মে) বিকেল ৩টায় পৌরসভার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী। পৌর প্রশাসক জিন্নাতুল আরা’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে পৌরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৫ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক সুবিধাসম্পন্ন আড়াই তলা বিশিষ্ট এ ভবন। নির্মাণ সম্পন্ন হলে পৌর পরিষেবায় গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফরিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হকসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান ও আলিমজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সহকারী মীর এহতেশাম সয়ন, ক্যাশিয়ার আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এবং ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান।
পৌরবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পৌর কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। নিজস্ব ভবন না থাকায় ভাড়া করা ভবনে কাজ চালাতে হয়েছে, যা নাগরিকসেবা ও প্রশাসনিক কার্যক্রমে নানা সীমাবদ্ধতা তৈরি করত। নতুন ভবন নির্মাণ হলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।