মো. জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও গ্রাম আদালত ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন—
“গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ স্থানীয় ন্যায়বিচার কাঠামো। এটি কার্যকর হলে ছোটখাটো বিরোধগুলো সহজেই মীমাংসা করা সম্ভব। এতে সময়, অর্থ ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে।”
বিভিন্ন কর্মকর্তার অংশগ্রহণ ও প্রশিক্ষণ প্রদান
কোর্সটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. নুরুল আমিন ও খাদিজা আইরিন.
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন—
- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার
- বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ
- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
- উপজেলা সমাজসেবা কর্মকর্তা
- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ
১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
উল্লেখ্য, গত ১৭ মে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় এবং তা চলবে আগামী ২৭ মে ২০২৫ পর্যন্ত।
প্রশিক্ষণ কর্মসূচিতে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ১৬৮ জন ইউনিয়ন পরিষদ সদস্য ৭টি ব্যাচে ভাগ হয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন।