শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকায় এক ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বহুতল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই ফ্ল্যাট থেকে চোরেরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরিজীবী এবং উক্ত ফ্ল্যাটে ভাড়া থাকেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাসায় তালা লাগিয়ে তিনি বাইরে যান। এক ঘণ্টা পর, রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে তিনি দেখতে পান ফ্ল্যাটের দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তার দাবি, চোরেরা ঘরের ভেতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং আরও কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরা পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করেছে। বিষয়টি তদন্তাধীন এবং চোরদের শনাক্ত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় চোর শনাক্তে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রশাসন।