মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় আওয়ামী লীগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ‘জুলাই যোদ্ধা ও আহত-নিহত পরিবারের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানান। তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সাধারণ মানুষের মতামতের প্রতি শ্রদ্ধা দেখায়নি এবং বারবার দমন-পীড়নের মাধ্যমে বিরোধীদের কণ্ঠ রোধ করেছে।
বক্তারা আরও বলেন, তথাকথিত ‘জুলাই আন্দোলনে’ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, যা তারা ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন। এই ঘটনার বিচার ও দায়ীদের শাস্তির দাবিও জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা, নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষ। কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।