উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসম্প্রদায়িক সমাজ, দেশ ও রাষ্ট্র গড়বো। এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই মেসেজ সবাইকে দিতে হবে।”
১১ মে ২০২৫ খ্রি., রোববার, ২৫৬৯ বুদ্ধবর্ষে রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ স্মরণে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা আয়োজন হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের ধারা:
- প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় মঙ্গল সুত্র পাঠ, বুদ্ধ পূজা, ধর্মদেশনা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় পর্বে জগৎ শান্তির আহ্বানে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
- তৃতীয় পর্বে কেক কেটে উদযাপন করা হয় বুদ্ধের ২৫৬৯তম জন্মবর্ষ।
উপস্থিত বিশিষ্টজনেরা:
- তপন কান্তি বড়ুয়া মান্না – উপদেষ্টা ও উদযাপন পরিষদের আহ্বায়ক
- অংশু মারমা – যুগ্ম আহ্বায়ক
- বরন চৌধুরী – সচিব
- শিমুল মুৎসুদ্দী – সহ-সভাপতি
- পলাশ বড়ুয়া – সাংগঠনিক সম্পাদক
- সেবু বড়ুয়া – অর্থ সম্পাদক
- ভদন্ত সুপ্রিয়ানন্দ থের – পশ্চিম আধার মানিক সার্বজনীন সম্বোধি বিহার, চট্টগ্রাম
- ভদন্ত শরনানন্দ ভিক্ষু – মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বিহার
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি Utfal Barua.
আয়োজকরা জানান, সমাজে শান্তি, সহনশীলতা ও মানবতার বাণী পৌঁছে দিতে এই বৌদ্ধ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আশা প্রকাশ করেন, সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে।