Pirojpur Correspondent:
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে জাতীয় একটি দৈনিকে প্রকাশিত “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি নিজে। রোববার (১১ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লাভলু সংবাদটি ‘চরিত্রহননমূলক অপপ্রচার’ বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “একটি কুচক্রী মহল ও আওয়ামী লীগপন্থী একটি চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে এই মিথ্যা প্রতিবেদনটি করিয়েছে। আমার নামে একাধিক গাড়ি, ইটভাটা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ যে সব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।”
তিনি বলেন, তার মালিকানাধীন গাড়ি মাত্র একটি এবং সেটি ২০১৩ সালে কেনা। তার ছেলের ব্যবসা বা কোনো অংশীদারিত্ব নেই। সংবাদে যে আত্মীয়দের গাড়ির কথা বলা হয়েছে, তারা আসলে দীর্ঘদিন বিদেশে প্রবাসী।
তিনি আরও দাবি করেন, বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে কোনো আর্থিক স্বার্থ বা দলীয় অনিয়ম ছিল না, বরং দলীয় ত্যাগ ও ভূমিকা বিবেচনায় কমিটি গঠিত হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তও কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট সংগঠনের ব্যাপার ছিল।
লাভলু অভিযোগ করেন, সংবাদটি যিনি প্রকাশ করেছেন তিনি বিগত সরকারঘেঁষা এক সাংবাদিক, যিনি বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠজন এবং পূর্বেও বিএনপি নেতাদের হয়রানি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ. ছালাম বাতেন, শেখ শহিদুল্লাহ শহী, হাসানুল কবির লীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।