Pirojpur Correspondent:
পিরোজপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজী (২১) কে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় এক যুবক। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
আহত নোমান পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাহেবপাড়ার বাসিন্দা মো. শাহজাহান গাজীর ছেলে।
নোমানের ভাই এমরান গাজী অভিযোগ করে জানান, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় পালপাড়ার শহিদুল ইসলামের ছেলে মারুফ ওরফে ‘কসাই মারুফ’ দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। ঘটনার রাতে গাজী এন্টারপ্রাইজে বসে থাকার সময় মারুফ অতর্কিতে হামলা চালিয়ে নোমানকে পেটে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহত নোমানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বাগত রায় জানান, “নোমানের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, পেটে গুরুতর ইনজুরি পাওয়া গেছে। চিকিৎসা চলছে।”
ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফ পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”