Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করা ৫৮০ নারীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন বুধবার (৩০ এপ্রিল) জানান,’গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সদর,বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেওয়া হয়’।
জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলার মোট ১৬০ জন নারীকে সরাসরি অনুষ্ঠানে ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এছাড়া প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, “এই ল্যাপটপগুলো নারীদের অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেবে।”
‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।