Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নীলফামারীর সৈয়দপুরের যানজট নিরসনে প্লাস্টিকের রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। ট্রাফিক বিভাগের সহযোগিতার জন্যে এটলাস টয়লেট্রিজ লিমিটেড কোম্পানির সৌজন্যে ১০ টি বক্স স্থাপিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় শহরের পুলিশ বক্সের সামনে সবচেয়ে ব্যস্ততম শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে ৩ টি বক্স স্থাপনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন, টিআই মাহফুজুল আলম।
এটলাস টয়লেট্রিজের সৈয়দপুর ডিপো ম্যানেজার মফিজ খানের আমন্ত্রণে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেটার রাসেল ও জাহিদ আলম, সৈয়দপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আমিনুল ইসলাম ও সার্জেন্ট সাদেকুর রহমান সুজন, সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আরজু হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এটলাস টয়লেট্রিজ লিমিটেড কোম্পানির সিইও দেশের সুনামধন্য আন্তর্জাতিক মানের ক্রিকেটার হুমায়ুন কবির খান। তিনি সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা। সে হিসেবে সৈয়দপুরের বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এই রোড ডিভাইডার স্থাপন কার্যক্রম হাতে নিয়েছেন।