মো. সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামে ফুলমতি বেগম (৪৬) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাতে নিজ ঘরে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ফুলমতি বেগমকে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এটি আত্মহত্যা বলে দাবি করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর মতে, ফুলমতির স্বামী সকেল উদ্দিনের (৫২) সঙ্গে তার প্রায়ই পারিবারিক কলহ চলছিল। তারা অভিযোগ করেন, এই কলহ থেকেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
আটক ৩ জন
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ফুলমতির স্বামী সকেল উদ্দিন, সুমন মিয়া (৩০) ও সেলিমা বেগম (৪০)-কে আটক করেছে পুলিশ।
কী বলছে প্রশাসন
উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “মৃত্যুটি আত্মহত্যা হতে পারে, তবে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”